ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

অন্যান্য দল

নড়াইল জেলা শিবিরের সা. সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, ডিসেম্বর ৮, ২০১৮
নড়াইল জেলা শিবিরের সা. সম্পাদক গ্রেফতার শিবির নেতা রফিকুল ইসলাম, ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইল জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।

রফিকুল ইসলাম কালিয়া উপজেলার বিলধুড়িয়া গ্রামের আব্দুল মালেক সিকদারের ছেলে।  

শুক্রবার (৭ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, অস্ত্র ও গুলিসহ নড়াইল জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ