ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

মুক্তমত

ডোমারের মামুনের চাওয়া ‘চরিত্রবান’ মেয়র

মো. আব্দুল্লাহ আল মামুন, ডোমার, নীলফামারী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ডোমারের মামুনের চাওয়া ‘চরিত্রবান’ মেয়র

ডোমার, নীলফামারী: আদর্শ চরিত্রের অধিকারী এবং মাদকমুক্ত সমাজ গড়ার মেয়র আমার পছন্দ। তাছাড়া মানুষের কথা শোনার মানসিকতা থাকতে হবে মেয়রকে।

বিচারের নামে অর্থ গ্রহণ করেন না মেয়রের এমন গুণও আমার পছন্দ।

যারা আদর্শ চরিত্রের অধিকারী এবং মাদকমুক্ত ব্যক্তি আছেন তাদের মধ্য থেকেই বেছে নেবো নীলফামারী জেলার ডোমার পৌরসভার নতুন মেয়র। কারণ আমি মনে করি- এমন মানুষের কাছে সহজেই অপরাধ বাসা বাঁধবে না।

পৌরসভার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং পৌরবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করা একজন মেয়রের দায়িত্ব। তাই এসব মানসিকতার অধিকারী ব্যক্তিরাই মেয়র হিসেবে যোগ্য। আমি এর প্রতিফল চাই। আবার নাগরিকদের দায়িত্ব আছে সময় মতো পৌরকর পরিশোধ এবং এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার।

শিক্ষিত এবং বর্তমান সময়ের সঙ্গে যুগোপযোগী মেয়র নির্বাচিত হলে আমি মনে করি পৌরসভা মডেল পৌরসভায় রূপ লাভ করবে।

এদিকে, অর্থ ছাড়া মেয়র নির্বাচন দেশের জন্য জরুরি হয়ে পড়েছে। অর্থের ছড়াছড়ি ছাড়া যারা নির্বাচিত হবেন- সেসব মেয়ররাই পারবেন এলাকার সমস্যার সমাধান করতে। সর্বোপরি অপরাধের সঙ্গে জড়িত নয় এমন মেয়র ৩০ ডিসেম্বর-বুধবার নির্বাচিত করাই উচিত পৌর নাগরিকদের — বলে আমি মনে করি।

লেখক
মো. আব্দুল্লাহ আল মামুন
ডোমার, নীলফামারী
বাবা: মরহুম আব্দুল গোফ্ফার
মা: মমতাজ বেগম

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আইএ

** মেয়রের কাছে সাম‍ান্যই চাওয়া চাঁপাইনবাবগঞ্জবাসীর
** সৎ ও নিষ্ঠাবান মেয়র চাই, বললেন গোপালগঞ্জের নাসিমুল
** পৌরভবনে হয়রানি নয়
** সুমিত চান দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল পৌর-মেয়র
** মেয়র হতে হবে যোগ্য ও কৌশলী, মত আরিফ রিজভীর
** বাজিতপুর পৌরবাসীর নিরাপত্তা বিধান চান নাসরুল
** জনগণের পাশে থাকার মেয়র চান সীতাকুণ্ডের ইমরান
** শিক্ষিত-দায়িত্বশীল মেয়র চান কটিয়াদীর অমিত
** মেয়র হিসেবে সৎ-দক্ষ ব্যবস্থাপক চান ফেনীর মাইন উদ্দিন
** অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন
** কেমন মেয়র চাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।