ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানা আয়োজনে শিবচর মুক্ত দিবস উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
নানা আয়োজনে শিবচর মুক্ত দিবস উদযাপিত

মাদারীপুর: মঞ্চ নাটক, গান, নৃত্য, আলোচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে শিবচর মুক্ত দিবস।

এ উপলক্ষে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে শিবচর থিয়েটার।

অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন তারা।

শিবচর থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার হাসান খান রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন লিটু।

এসময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধকালীন সাত থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।