ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

নগরকান্দায় ১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
নগরকান্দায় ১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রের আব্দুল্লাহ মাতব্বর

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতি গ্রামে নিখোঁজ হওয়ার ১০ দিনেও খোঁজ মেলেনি আব্দুল্লাহ মাতব্বর নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের।

এ ঘটনায় বুধবার (১৬ নভেম্বর) আব্দুল্লার পরিবার নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) রুজু করেছে।

এর আগে, গত ৬ নভেম্বর প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। সে ওই গ্রামের বাসিন্দা কৃষক সিদ্দীক মাতুব্বরের ছেলে।

এ ব্যাপারে সিদ্দিক মাতব্বর বাংলানিউজকে বলেন, গত ৬ নভেম্বর সকাল ৯টার দিকে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। ছেলেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে নগরকান্দার ফুলসুতি আব্দুল আলিম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত সরকার বলেন, আব্দুল্লাহ আমাদের স্কুলে নিয়মিত শিক্ষার্থী ছিল। সে পড়ালেখায় বেশ ভাল ছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ আব্দুল্লাহকে দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।  

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বাংলানিউজকে বলেন, আব্দুল্লার নিখোঁজের দশ দিন পর থানায় জিডি করেছে পরিবার। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।