ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে জ্বালানির সরবরাহ নিয়ে আলোচনা হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে জ্বালানির সরবরাহ নিয়ে আলোচনা হবে বিআইআইএসএস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন | ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফরকালে জ্বালানি ও খাদ্যশস্য সরবরাহ নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে রাশিয়ার প্রকল্পগুলো নিয়ে আলোচনায় জোর দেব আমরা।

রোববার (১৪ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে আমরা রাশিয়াকে আরও কাছে পেতে চাই। বিষয়টি তুলবো।

তিনি বলেন, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে রাশিয়ার রূপপুরসহ বিভিন্ন প্রকল্পগুলোতে কোনো প্রভাব যাতে না পড়ে, তা নিয়েও আলোচনা হবে বলে আমরা আশা করি।

পররাষ্ট্রসচিব জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনার আসার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসছেন। আগামী ২৪ নভেম্বর ঢাকায় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আইওআরএ’র অন্যতম ডায়ালগ পার্টনার হলো রাশিয়া। সে কারণে রাশিয়াকে এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বন্ধু দেশ রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।