বাগেরহাট: মাওয়া-মোংলা পুরাতন মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার (০২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি এলাকার রাস্তার পাশে থাকা এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২২
এফআর