ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডিআরইউ সদস্যদের ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিল পিআইবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
ডিআরইউ সদস্যদের ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিল পিআইবি

ঢাকা: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ’ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।  

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

 

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু।  

বক্তব্য দেন প্রশিক্ষণ সমন্বয়ক ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ে নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সঞ্চলনায় গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী (২৫-২৭ অক্টোবর) এ প্রশিক্ষণে ডিআরইউর ৩৫ জন সদস্য অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআরইউর অর্থ সম্পাদক এস এম এ কালাম, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য এসকে রেজা পারভেজ, সাবেক সহ-সভাপতি খোন্দকার কাওছার হোসেন, সাবেক নারী বিষয়ক সম্পাদক সাজিদা ইসলাম পারুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।