ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সেনাকল্যাণ ট্রাস্টে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
সেনাকল্যাণ ট্রাস্টে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২

ঢাকা: সেনাকল্যাণ ট্রাস্টে চুক্তিভিত্তিক নিয়োগের নামে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী এক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- রুবেল আহম্মেদ (৩৫) ও মো. হারুন অর রশিদ (৪৩)। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে একটি ভুয়া চাকরির বিজ্ঞপ্তি, ২২টি ভুয়া নিয়োগপত্র, একটি ম্যানিব্যাগ, চারটি মোবাইলফোন এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, গ্রেফতার আসামিরা গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সেনাকল্যাণ ট্রাস্টের অধীনে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে দীর্ঘদিন ধরেই চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। তারা ভুয়া নিয়োগপত্রও দিতেন।  

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কর্নেল আরিফ মহিউদ্দিন ।

বাংলাদেশ সময়: ১৬৩১ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসজেএ/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।