ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিত্রাং: টেকনাফে নির্মাণাধীন ভবন ধসে আহত চার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
সিত্রাং: টেকনাফে নির্মাণাধীন ভবন ধসে আহত চার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা হাওয়ায় নির্মাণাধীন তিনতলা ভবন ধসে চারজন আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. এরফান হক চৌধুরী এ তথ্য জানান।  

ক্ষতিগ্রস্ত লোকজন ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার (২৩ অক্টোবর) রাত থেকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গুড়ি গুড়ি ও হালকা-মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে টেকনাফ দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। যা এখনও অব্যাহত রয়েছে। এতে সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় নির্মাণাধীন একটি তিনতলা পাকা ভবন ধসের ঘটনা ঘটে। এ সময় ভবনটির মালিকসহ চারজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ভবনটির মালিক আতাউর রহমান কায়সার বলেন, সোমবার বিকেলে দমকা হাওয়ার প্রভাবে বিকট শব্দে নির্মাণাধীন ভবনের বড় একটি অংশ ধসে পড়ে। এতে তিনিসহ তার আরও তিন স্বজন আহত হন।  

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।