ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কালকিনিতে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
কালকিনিতে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে পুকুরে ডুবে নাসরিন আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঘটে এ দুর্ঘটনা।

নিহত নাসরিন আক্তার উপজেলার সিডিখান এলাকার দক্ষিণ সিডিখান গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাত-মুখ ধুতে পুকুরে গেলে নাসরিন পা পিছলে পুকুরে পড়ে যান। পরে অনেকক্ষণ তিনি ঘরে না আসলে আশেপাশে খোঁজাখুজি করা হয়। না পেয়ে এক পর্যায়ে পুকুরে খুঁজে পানিতে ডুবে থাকা নাসরিনের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন।

সিডিখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার জানান, মেয়েটি বাড়ির পুকুরে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি। পরিবারের লোকজন জানিয়েছেন তিনি হাত-মুখ ধুতে পুকুরে গিয়েছিলেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেয়েটি মানসিক প্রতিবন্ধী বলে জানতে পেরেছি। পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানায় মেয়েটির পারিবার।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।