ঢাকা: রাজধানীর উত্তরায় পকেটে গাঁজা থাকার কথা বলে এক রুমমেট থেকে চাঁদাবাজির ঘটনায় অপর দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজির ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
ভুক্তভোগীর নাম শোয়াইব ইসলাম সাজ্জাদ (১৯)। তার রুমমেটরা হলেন- মোহাইমিনোন মুহি (১৯) ও মো. শাহাদাৎ চৌধুরী নিশান (১৯)। তারা সবাই কলেজছাত্র। সাজ্জাদ আলাদা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, উত্তরার সুপার হোস্টেলে বসবাস করেন ভুক্তভোগী ও অভিযুক্তরা। গতকাল সোমবার (১০ অক্টোবর) রাতে সাজ্জাদকে হোস্টেলের নিচে ডেকে পাঠান মুহি ও নিশান। মুহি এসে ডাকার পর সাজ্জাদ সঙ্গে সঙ্গেই নিচে নামেন। সেখানে মুহি ও নিশানের সঙ্গে আরও দুজন ছিলেন। তারা সাজ্জাদের দুই হাত ধরে ফেলেন। পরে তাকে বলেন, তোর পকেটে গাঁজা আছে। তোরে পুলিশে দিতে হবে। পরে তাকে চড়-থাপ্পড় দেন অভিযুক্তরা।
তিনি আরও বলেন, সাজ্জাদের কাছে তারা ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু দিতে অস্বীকৃতি করায় তাকে ফের চড়-থাপ্পড় দেন অভিযুক্তরা। এ সময় পুলিশে ফোন করার নাটক করেন মুহি ও নিশানের মধ্যে একজন। পরে সাজ্জাদ তাদের ১ হাজার টাকা দেন ও বাকি চার হাজার টাকা মঙ্গলবার (১১ অক্টোবর) দেওয়ার কথা বলেন।
পরে সাজ্জাদ বিষয়টি তার বাবাকে জানালে তিনি মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে মুহি ও নিশানকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০০০০ অক্টোবর ১২, ২০২২
এজেডএস/এমজে