ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘে এক ভোটাভুটিতে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,  এশিয়া-প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ১৬০টি দেশের ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এর আগে ২০১৯-২০২১ ও ২০১৫-২০১৭ মেয়াদেও মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।