ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

পল্টনে মানবপাচারকারী চক্রের মূলহোতা ইকবাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
পল্টনে মানবপাচারকারী চক্রের মূলহোতা ইকবাল আটক র‌্যাবের কবজায় মানবপাচারকারী চক্রের অন্যতম মূলহোতা মো. ইকবাল হোসেন।

ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠিয়ে টাকা আত্মসাৎকারী মানবপাচারকারী চক্রের অন্যতম মূলহোতা মো. ইকবাল হোসেন আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যা-৩)।

অভিযানে তার কাছ থেকে ২টি মোবাইলফোন, ৪টি সীমকার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ৩টি এটিএম কার্ড, ১টি মানিব্যাগ এবং নগদ ৬৪ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।



মঙ্গলবার (১১ অক্টোবর) র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামির জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। তিনি সৌদি আরবে ফার্মেসিতে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ লোভনীয় কথাবার্তা বলে প্রাতারণামূলকভাবে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

ওই কর্মকর্তা আরও বলেন, ইকবালের সহযোগীরা সৌদি আরবে ভুক্তভোগীদের পাসপোর্ট ও ভিসা নিয়ে একটি রুমে আটক করে রাখে। পরে ভুক্তভোগীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং সৌদি আরবে চাকরির জন্য আরো টাকা দাবি করেন।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।