ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বিছট গ্রামের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের সংস্কার কাজ চলমান অবস্থায় বসতবাড়ি সংলগ্ন বেড়িবাঁধ হঠাৎ করে নদীগর্ভে ধসে পড়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

ভাঙন আতঙ্কে অনেকে তাদের মূল্যবান জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে।

রোববার (৯ অক্টোবর) ভোরের দিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর আওতাধীন ৭/২ নম্বর পোল্ডারের বিছট মোড়ল বাড়ির সামনে প্রায় ৫০ ফুট বেড়িবাঁধ নদীতে ধসে পড়ে।

বিছট গ্রামের আবদুল হাকিম মোড়ল জানান, রাতে ৫০ ফুট বেড়িবাঁধ হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে যায়। কান্ট্রি সাইটে ডাম্পিং না করলে পরবর্তী জোয়ারে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে। উপায়ান্ত না দেখে গ্রামবাসী তল্পি তল্পা গোছগাছ করা শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর সেকশন অফিসার (এসও) আলমগীর হোসেন বলেন, বিছট গ্রামের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে। শনিবারও ঠিকাদারের লোকজন ওই বাঁধে সংস্কারের কাজ করেছে। এরই মধ্যে বেড়িবাঁধের প্রায় ৫০ ফুট এলাকা খোলপেটুয়া নদীতে ধসে পড়েছে। ধসে পড়ার পরে গতরাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়েছে। ভাঙন এলাকা সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।