ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ঝুট মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
গাজীপুরে ঝুট মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ঝুটের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, কোনাবাড়ী নতুন বাজার এলাকায় চায়না মার্কেটের পাশে একটি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ওই মার্কেটের ৭টি ঝুট ও ফেব্রিক্স কাপড়ের ছোট ছোট গুদাম/দোকানসহ কাপড় ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২২ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।