ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় মালিক-শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
কুষ্টিয়ায় মালিক-শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া: কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে। মালিক ও শ্রমিদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ অবস্থা চলছে।

 

রোববার (০২ অক্টোবর) সকাল থেকে কুষ্টিয়া-মেহেরপুর রুটে বাস চলাচল করছে না।

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু জানান, ঢাকার কোচ বাসে যাত্রী তোলা নিয়ে শনিবার (০১ অক্টোবর) মেহেরপুরের বামুন্দি এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বাস মালিক ও শ্রমিক গ্রুপের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে বাস চালকরা এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।  

তিনি বলেন, আশা করছি শিগগিরই এটির একটা সমাধান হয়ে বাস চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।