ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডোবায় ভাসছিল যুবকের খণ্ডিত মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২২
ডোবায় ভাসছিল যুবকের খণ্ডিত মরদেহ 

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পানজোড়া এলাকা থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শ্যামল গোসান নামের স্থানীয় এক ব্যক্তির দাবি, মরদেহটি দুইদিন আগে নিখোঁজ হওয়া তার ভাগ্নে সবুজ বার্নাড গোসানের (৩৫)।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন জানান, পানজোড়া এলাকায় পূর্বাচল অ্যাপারেল লিমিটেডের দক্ষিণ পাশে একটি ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির কোমরের নিচের অংশ এবং উত্তর দিকে এক জঙ্গলে দুই হাত পড়ে ছিল। তা দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের মাথাসহ অন্যান্য অংশ এখানো পাওয়া যায়নি।   পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা পুলিশ মরদেহ শনাক্তের চেষ্টা করছে।  

 শ্যামল গোসান জানিয়েছেন, তার ভাগ্নে পানজোড়া এলাকায় পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার কোয়ালিটি চেকার (কিউসি) ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে নিখোঁজ হন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৪, অক্টোবর ১, ২০২২ 
আরএস/ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।