ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

লালমোহনে তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
লালমোহনে তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেফতার

ভোলা: ভোলার লালমোহনে নিজ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে মো. তাজল ইসলাম (৫৫) নামে স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অভিযুক্ত সেই শিক্ষককে আদালতের মাধ্যমে  জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৮ সেপ্টম্বর) পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজল ইসলাম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাবুবুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার বিদ্যালয় চলাকালীন সময় দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী বাথরুমে গেলে সেখানে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাতে দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্রী তার পরিবারকে বিষয়টি জানায়। এর পর পরিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদেকে ঘটনাটি জানান এবং বুধবার রাতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা।
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষককে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জবানবন্দী নিতে তাকেও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।