ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় লর্ড তারিক আহমেদের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় লর্ড তারিক আহমেদের শোক

ঢাকা: পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবিতে অর্ধশতাধিক মানুষ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ।

টুইটারে এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের পঞ্চগড়ে নৌকা ডুবিতে নিহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।

নিহতের স্বজনদের প্রতিও জানাই সমবেদনা।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ে এক নৌকা ডুবিতে ৬৫ জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।