ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া-চুমুরদী গ্রামবাসীর আয়োজনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৪টি নৌকা এ বাইচে অংশ নেয়।

স্থানীয়রা জানান, নৌকাবাইচ দেখতে দুপুর থেকে নদীর দুইপাড়ে হাজার হাজার মানুষ উপস্থিত হন। বাইচ চলার সময় হাততালি দিয়ে উৎসাহিত করেন তারা। নৌকাবাইচকে কেন্দ্র করে প্রতি বছরের মতো হরেক রকমের মুখরোচক খাবারের দোকানসহ শিশুদের খেলনাসামগ্রী দোকানের পসরা বসে।

স্থানীয় সমাজ সেবক মো. মবেদ আলী মাতুব্বরের সভাপতিত্বে নৌকাবাইচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, শরিফা বাদ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মতিয়ার রহমান, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ, চুমুরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ১০টি টেলিভিশন ও চারটি ফ্রিজ তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।