মেহেরপুর: পরিত্যক্ত অবস্থায় ১৫ হাজার ৯৬০টি ভারতীয় আঁতশবাজি জব্দ করেছে কুষ্টিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৭ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর (বিওপি) সদস্যরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে গাংনীর কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৬/৩ এসের ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবির কাজিপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. মজিবুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এ আঁতশবাজিগুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
এ ঘটনায় কাজিপুর বিওপি ক্যাম্পের পক্ষ থেকে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এসআরএস