ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেসবুকে পোস্ট দিয়ে প্রভাষকের আত্মহত্যা, ছাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
ফেসবুকে পোস্ট দিয়ে প্রভাষকের আত্মহত্যা, ছাত্রী আটক আবদুল্লাহ আলী

নরসিংদী: নরসিংদীতে আবদুল্লাহ আলী (৩০) নামে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঘটনাস্থল থেকে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার হাজিপুরে তার নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই শিক্ষক। তবে আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে তিনি ব্যক্তিগত ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন।

আব্দুল্লাহ হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষকের বাসায় চলে আসেন ওই ছাত্রী। এ সময় ছাত্রী ও কয়েকজন মেয়ে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করেন তিনি (স্ত্রী)।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।