ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

আত্মশুদ্ধ জাতি গড়তে পারবে বঙ্গবন্ধুর সোনার বাংলা: আরেফিন সিদ্দিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
আত্মশুদ্ধ জাতি গড়তে পারবে বঙ্গবন্ধুর সোনার বাংলা: আরেফিন সিদ্দিক

ঢাকা: আত্মশুদ্ধ জাতি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।  

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা, নতুন প্রজন্মের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ৭১’ আলোচনা সভার আয়োজন করে।

আরেফিন সিদ্দিক বলেন, আমরা প্রত্যেকে যদি নিজেকে শুদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখি তাহলে সোনার বাংলা গড়া যাবে। আমরা সবাই শুদ্ধ হবো তাও নয়। চেষ্টাটা অব্যাহত থাকতে হবে বঙ্গবন্ধু মত শুদ্ধ মানুষ হওয়ার। আপনাদের পরিবারে নতুন প্রজন্মের সদস্য আছে তারা আজকে স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয় পড়ছে। তারা আপনাকেই অনুসরণ করছে। আপনি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করছেন বলেই আপনাকে অনুসরণ করা মানেই বঙ্গবন্ধুকে অনুসরণ করা। সেভাবে প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর বার্তা পৌঁছে দিতে হবে।  

কমিশন গঠনের কথা উল্লেখ করে আরেফিন সিদ্দিকী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যা হলেন। তার কোনো কমিশন এখন পর্যন্ত আমরা দেখিনি। একজন সরকার প্রধান, একজন রাষ্ট্রপ্রধান বা জাতির পিতা হত্যাকাণ্ডের শিকার হয় তখন
স্বাভাবিকভাবে বিচার হয় এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার জন্য কমিশন গঠন করা হয়। এটা সারা দুনিয়ার নিয়ম। প্রেসিডেন্ট কেনেডি, মহাত্মা গান্ধী ও রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পরপরই কমিশন গঠন করা হয়েছিল। আমরা চাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যারাই জড়িত ছিল তাদের সবার পরিচয় প্রকাশিত হোক।

সভায় ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ৭১’ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, এছাড়াও আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান আবু নাসের স্বপন, মাজহারুল ইসলাম মনির, কামরুজ্জামান লেলিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।