ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

তজুমদ্দিনে বজ্রপাতে মারা গেলেন ব্যবসায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
তজুমদ্দিনে বজ্রপাতে মারা গেলেন ব্যবসায়ী ফাইল ছবি

ভোলা: ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আবদুর রাজ্জাক (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টম্বর) দুপুরের দিকে উপজেলার সম্ভুপুর ইউনিয়নের পশ্চিম গোলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক ওই গ্রামেন মৃত ওবায়দুল হকের ছেলে ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের এজেন্ট  ছিলেন।

তজুমদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ওই ব্যাক্তি বাড়ির পাশের সুপারি বাগানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।