ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
খুলনায় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের 

খুলনা: খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  শুক্রবার ৯ (সেপ্টেম্বর)বিকেলের দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন - নাজমুল মলঙ্গী(৩০) ও  এনামুল মলঙ্গী(২৫)। তারা দুইজনেই সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে।

শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বাংলানিউজকে বলেন,বিকেলে নাজমুল ও এনামুল দুই ভাই মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। পরে রাত আটটার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেলে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তারা মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯ , ২০২২ 
এমআরএম/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।