ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
বীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অমিত্র রায় (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অমিত্র রায় একই এলাকার চৈতন্য রায়ের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের ধান ক্ষেতে আগাছা পরিস্কার করছিলেন অমিত্র। সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টি শুরুর এক পর্যায়ে সেখানে বজ্রপাত হলে অমিত্র রায়ের শরীর ঝলসে যায়। পরে বেশ কিছুক্ষন তিনি ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ দেখতে পান।

১ নম্বর শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।