ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে মো. বেলাল হোসেন মিয়াজী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মো. সেলিম হোসেন (৩০) নামে অপর এক কৃষক।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার সময় উপজেলার ভবানীপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন উপজেলার আটঘরিয়া গ্রামের হাজি আবুল হোসেনের ছেলে ও আহত সেলিম হোসেন একই গ্রামের আবুল হাসেমের ছেলে।

বড়াইগ্রামের জোয়ারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. চাদ মাহমুদ বাংলানিউজকে জানান, মঙ্গরবার সকাল থেকে ওই দুই কৃষক উপজেলার ভবানীপুর বিলে ধানের জমিতে নিড়ানীর কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ও অপর একজন গুরুতর আহত হন। ঘটনায় আহত সেলিম হোসেনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে তার চিকিৎসা চললেও তিনি শঙ্কামুক্ত নন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।