ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর তুষারধারা এলাকায় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর বাবা নাজমুল ইসলাম বলেন, তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে কদমতলীর তুষারধারা আবাসিক এলাকায় একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। পাশেই একটি নতুন ভবন হচ্ছে। বাসায় তার স্ত্রী সুমি আক্তার তিন মেয়েকে নিয়ে ছিল। হঠাৎ সবার অগোচরে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় এবং পাশের নির্মাণাধীন বাড়ির সামনে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ডুবে যায়।  

তিনি আরও বলেন, বাসায় নুসরাতকে না পেয়ে স্ত্রী সুমি দ্রুত নিচে নেমে দেখে সে পানিতে ভাসছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।