ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
মেহেরপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়া মাঠ নামক স্থানে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে দিকে ঘটে এ ঘটনা।

নিহতরা হলেন- শোলমারী গ্রামের পাঠানপাড়ার সামেদ খানের ছেলে শাহ আলম (২৫) ও দোয়াত আলীর ছেলে ছোট খোকন (৩০)।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শোলমারী গ্রামের মাঠে কৃষি কাজ করছিলেন ছোট খোকন ও শাহ আলম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছোট খোকন ও শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, একই সময়ে গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়াতে বজ্রপাতের ঘটনায় বেদানা খাতুন (৪৫) নামে এক গৃহবধু আহত হয়েছেন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বেদানা একই গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, বেদানা খাতুন বর্তমানে সুস্থ্য রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।