ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে ভীমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
কেরানীগঞ্জে ভীমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে ভীমরুলের কামড়ে আলিউল্লাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তার বাবা নামাজ পড়তে গেলে মসজিদের পাশের নারকেল গাছে থাকা ভিমরুলের একটি বাসা ভেঙে তার শরীরে পড়ে। এ সময় বাসায় থাকা প্রায় শখানেক ভিমরুল তাকে কামড়ায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পরদিন সকালে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।