ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে আ. লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
ঝিনাইদহে আ. লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডাকবাংলা বাজারে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে ওই বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৩টার দিকে বাজারের সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়টিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেই আগুন মুহূর্তেই কার্যালয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেখানে থাকা সব আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির জন্য কার্যালয়ে আগুন দিয়েছে।

এদিকে পাল্টা অভিযোগ করে বিএনপির নেতারা বলছেন, বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাটক সাজিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।