ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাবার কারখানায় কাজ করার সময় কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
রাবার কারখানায় কাজ করার সময় কর্মচারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীতে একটি রাবার কারখানায় গ্রাইন্ডিং পাথর বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কদমতলি পুরান আলী বহর পানামা রাবার কারখানায় এ ঘটনা ঘটে।

 

কারখানার সুপারভাইজর মাসুদ আলম জানান, কদমতলী থানাধীন পুরান আলী বহর পানামা রাবার কারখানায় কাজ করেন তারা। ওই কারখানায় গাড়ির টায়ার ও টিউব তৈরি হয়।  

তিনি বলেন, সকালে দেলোয়ার কারখানায় কাজ করার সময় গ্রাইন্ডিং পাথর ব্লাস্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মাসুদ আরও জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। ওই কারখানাতেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।