ব্রাহ্মণবাড়িয়া: চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরির ন্যায্য দাবি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পাটি।
শনিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সায়ীদ খান, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শামসুল আলম, বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।
সেখানে বক্তরা বলেন, চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরি মানতে হবে। এটি না হলে শ্রমিকদের সঙ্গে মিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এফআর