ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাহফিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
২১ আগস্ট নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাহফিল

ঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২১ আগস্ট) বাদ আসর রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী সবার আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং একই মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।