ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

শনিবার (২০ আগস্ট) দুপুরের দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মোকসুদুল আলম, বিজ্ঞান অনুষদের ডিন এবং নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল বশির, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট সদস্য এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।