ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আ. লীগের সমাবেশ ঘিরে স্থবির দক্ষিণ ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আ. লীগের সমাবেশ ঘিরে স্থবির দক্ষিণ ঢাকা

ঢাকা: আওয়ামী লীগের সমাবেশের কারণে বুধবার গাড়ির চাকা বন্ধ হয়ে যায় মহানগরীর দক্ষিণাংশে। সায়েন্স ল্যাব, শাহবাগ, গুলিস্তান, পল্টন, কাকরাইল মোড়ে তীব্র যানজট তৈরি হয়।

 

বিকেলে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে মৎস্য ভবন যাওয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এতে সায়েন্স ল্যাব ও ফার্মগেট থেকে আসা যানবাহনগুলো আটকে আছে।  

অন্যদিকে হাইকোর্ট মোড়েও ব্যারিকেড দেওয়ার কারণে শাহবাগ-সায়েন্স ল্যাব-ফার্মগেটমুখী যান চলাচল বন্ধ ছিল।  

তবে সায়েন্স ল্যাব থেকে কিছুসংখ্যক বাস রুট পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শিক্ষা ভবন হয়ে চলাচল করে।  

রাস্তাগুলো বন্ধ থাকায় বাস থেকে নেমে অনেককেই হেঁটে গন্তব্য স্থলে যান।

এদিকে, সমাবেশের উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে বা মৎস্য ভবন মোড়ে এসে বাস থেকে নামতে থাকেন। সেখান থেকে তাদের পায়ে হেঁটে সমাবেশ স্থলে যেতে হয়।

ছুটির দিনে রাস্তা বন্ধ করে সমাবেশ করলে এতো ভোগান্তি পোহাতে হতো না বলে মন্তব্য করেছেন যানবাহন চালকেরা।

ক্ষোভ প্রকাশ করে এক যাত্রী বলেন, ছুটির দিনে সমাবেশ করলে মানুষের এত ভোগান্তি হতো না। আগামী ৩-৪ দিন ছুটি আছে বলে অনেকেই বাড়ির দিকে রওনা দিয়েছেন।  

বিকেল ৪টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, প্রচার সম্পাদক চৌধুরী সাইফুন নবী সাগর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এনবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।