ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু: অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু: অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বরখাস্ত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুইজন নিহত হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।


 
মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোতাহার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

সাময়িক বরখাস্ত হওয়া মোস্তাফিজুর সমিতির বানিয়াচং উপজেলা কার্যালয়ে অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
 
মোতাহার হোসেন জানান, প্রাথমিকভাবে কর্তব্যে গাফিলতির প্রমাণ পাওয়ায় অভিযোগ কেন্দ্রের ইনচার্জকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি যদি দায়িত্বরত আর কারও গাফিলতির প্রমাণ পায় তাকেও বরখাস্ত করা হবে। এছাড়া ঝুলে থাকা লাইনটির মেরামত কাজ চলছে।
 
বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর গ্রামে রত্না নদীর উপর হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন লুজ হয়ে ঝুলে ছিল। গত সোমবার ও মঙ্গলবার নৌকায় করে যাওয়ার সময় সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

** বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে নৌকার দুই যাত্রীর মৃত্যু
  
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।