ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ

বাবার হাতে ছেলে খুন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, আগস্ট ১৬, ২০২২
বাবার হাতে ছেলে খুন! নিহতের বাবা আব্দুল কুদ্দুস

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি চারঘাট উপজেলার সাদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়।  একপর্যায়ে হাতে থাকা পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে কোপা দেন আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

চারঘাট থানার ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।