ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিএসসিতে জাতীয় শোক দিবস পালন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
পিএসসিতে জাতীয় শোক দিবস পালন

ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে পিএসসি সচিবালয় চত্বরে প্রতিষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পঁচাত্তরের ১৫ আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাঁদের বিদেহী আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময়ে কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সদস্য ও সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে কমিশনের ৭১ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক কমিশনে জাতীয় শোক দিবস পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।