ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মাকসুদা বেগম (৪৩) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (১৪ আগস্ট) সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষিকা) ও উপজেলার লেবুজিলবুনিয়া গ্রামের স্কুল শিক্ষক নুরে আলমের স্ত্রী।

কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেদার উদ্দিন তালুকদার জানান, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় অসাবধানতাবশত গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার উজ্জ্বল মন্ডল জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।