ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কয়রায় বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
কয়রায় বেড়িবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত

খুলনা: সুন্দরবন উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষের পাড়ের  অস্থায়ী রিংবাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১৩আগস্ট) দুপুরে  উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরামুখা গ্রামে প্রবল জোয়ারের পানিতে প্রায় ২০০ মিটার বেড়িবাঁধ  কপোতাক্ষ নদে ভেঙে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতির কারণে এ রিংবাঁধ আবারও ভেঙেছে উল্লেখ করে দক্ষিণ বেদকাশী এলাকার স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান অভিযোগ করেন।

তিনি বলেন, দক্ষিণ বেদকাশীর চরামুখা এলাকায় ওয়াপদার ২০০ মিটার রিংবাঁধ শনিবার (দুপুরের জোয়ারে ভেঙে যায়। এতে ৪ গ্রামের মানুষ প্লাবিত হয়েছে।

বাঁধ না ভাঙলে পাউবোর ঘুম ভাঙে না।   দক্ষিণ বেদকাশী ইউনিয়ন মানুষকে লোনাপানির হাত থেকে মুক্ত করার জন্য পাউবোসহ সংশ্লিষ্ট সবার দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ওসমান গনি বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরের দিকে জোয়ারের সময় আবারও বেড়িবাঁধ ভেঙে ওই এলাকায় লবণ পানি ঢুকেছে।

তিনি জানান, গত ১৭ জুলাই ওয়াপদায় যে বেড়িবাঁধ ভেঙে ছিল তার পাশ থেকেই এবার ভেঙেছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট  ১৩, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।