ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জোয়ারের পানিতে দিনে ২ বার প্লাবিত হচ্ছে সুন্দরবন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
জোয়ারের পানিতে দিনে ২ বার প্লাবিত হচ্ছে সুন্দরবন

বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদী ও খালে। এর ফলে দিনে দুইবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে সুন্দরবনের বেশিরভাগ জায়গা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরের জোয়ারে তলিয়ে যায় সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা। তবে অস্বাভাবিক এ জোয়ারের পানিতে কোনো প্রাণীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বাংলানিউজকে বলেন, গেল দুইদিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে পানি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানিতে করমজলসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে কোনো প্রাণীর ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বঙ্গপসাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাবে জোয়ারের পানি এভাবে বৃদ্ধি পাচ্ছে। জোয়ারের পানিতে দিনে দুই বার প্লাবিত হচ্ছে সুন্দরবন।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের মধ্য প্রদেশে অবস্থান করছে। কবে সেটি ক্রমশ দূর্বল হয়ে যাচ্ছে। তারপরেও লঘুচাপটির প্রভাবে সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বঙ্গোপসাগর উপকূল জুড়ে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া জোয়ারের পানিও স্বাভাবিকের থেকে দুই থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় মোংলায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে শনিবার (১৩ আগস্ট) নাগাদ বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।