ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
গাজীপুরের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে প্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে বাক প্রতিবন্ধী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১০ আগস্ট) সকালে বাসন থানাধীন ভোগড়া এলাকার নিরাপদ আবাসন কেন্দ্র থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

 

মোছা. মিতু (২২) নামের এই তরুণীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ এবং ওই হেফাজতি আবাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, মিতু ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে এই কেন্দ্রের নিবাসী ছিলেন। তিনি টয়লেটের ভেতর গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন। পরে কেন্দ্রের অন্য নারীরা টয়লেটের দরজা খুলে মরদেহ ঝুলতে দেখে কর্তপক্ষকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই তরুণী গলায় ফাঁস দেযন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মালেক খসরু বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৬১৫, আগস্ট ১০, ২০২২ 
আরএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।