ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘আড়ানী' স্টেশনে প্রথম শ্রেণীর বিশ্রামাগার ভবন উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
‘আড়ানী' স্টেশনে প্রথম শ্রেণীর বিশ্রামাগার ভবন উদ্বোধন

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী রেলরুটে 'আড়ানী' স্টেশনে ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হলো দৃষ্টিনন্দন আধুনিক প্রথম শ্রেণীর আধুনিক যাত্রী বিশ্রামাগার।

শনিবার (৬ আগস্ট) দুপুর দেড়টায় ঈশ্বরদী-রাজশাহী রুটের 'আড়ানী' রেলওয়ে প্লাটফর্মে ভবনের ফলক উন্মোচন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা, আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন আলী প্রমুখ।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী রেলরুটের জন্য 'আড়ানী' এখন একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। রেলভ্রমণ স্বাচ্ছন্দ্যদায়ক হওয়ায় এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ট্রেন ভ্রমণ করেন অনেকে। আড়ানী স্টেশনটি সেই ব্রিটিশ আমলে নির্মিত। এ অঞ্চলে ট্রেন যাত্রীদের নিরাপদে যাত্রার জন্য দৃষ্টিনন্দন প্রথম শ্রেণীর বিশ্রামাগার নির্মাণ জরুরি ছিল। সেই আঙ্গিকে ৩৫ লাখ টাকা ব্যয়ে বিশ্রামাগারটি নির্মিত হয়েছে। পর্যায়ক্রমে আমরা স্টেশন ভবনের কাজ শুরু করব।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।