ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে কার্ডধারীরা পাচ্ছেন টিসিবি পণ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
বরিশালে কার্ডধারীরা পাচ্ছেন টিসিবি পণ্য

বরিশাল: বরিশাল জেলার দশ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন এবং সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের প্রতিটিতে ৩ হাজার করে ৯০ হাজার কার্ডধারী টিসিবির পণ্য পাচ্ছেন।

মঙ্গলবার (০২ আগস্ট) সকালে বরিশাল নগরের ৩০ গোডাউন থেকে টিসিবির পণ্য নিয়েছেন ডিলাররা।

তবে এবার ট্রাকে সেল নয়, নির্দিষ্ট দোকান থেকে কার্ডধারীরা ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল আর ২ কেজি করে পেঁয়াজ নিতে পারছেন।

ডিলাররা জানিয়েছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রতি ডিলার ৫শ’ থেকে
সর্বোচ্চ ১৬শ’ কার্ডধারীকে পণ্য দিতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।