ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইতালি উপকূলে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
ইতালি উপকূলে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই

ঢাকা: ইতালি উপকূল থেকে উদ্ধার করা ৫ মৃতদেহের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক নেই বলে জানিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১ আগস্ট) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ভূমধ্যসাগর অতিক্রমকারী আনুমানিক ৭০০ জন অভিবাসীকে গত ২৪ জুলাই ইতালির দক্ষিণ উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয়। ইতালি উপকূল থেকে কোস্টগার্ডের এই উদ্ধার কার্যক্রমে ৫টি মৃতদেহ উপকূলীয় মেসিনা শহরের হাসপাতালে পাঠানো হয়।

কাতানিয়ায় বাংলাদেশের অনারারি কনসাল, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় বাংলাদেশি নেতৃবৃন্দের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায়, মৃতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না।

অভিবাসন প্রত্যাশীদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা, সে বিষয়েও দূতাবাস নিয়মিত যোগাযোগ রেখে চলছে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।