ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভাঙা ঘর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
ভাঙা ঘর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদরে ঘর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের জোরগৌর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জু সদরের পিয়ারাপুর (বড়বাড়ী) গ্রামের আফছার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সরকারপাড়া এলাকায় ভাঙা ঘর অপসারণের কাজ করছিলেন কয়েকজন যুবক। ঘরের টিন নিয়ে যাওয়ার সময় তাতে বিদ্যুতের তার ছিড়ে লেগে যায়। এ সময় ঘরের টিন ধরে থাকা তিন জন আহত হন।

আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রঞ্জুকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে ভুট্রু মিয়াকে হাসপাতালে ভর্তি করে এবং ফারুক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।