ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্য আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্য আটক

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ মলম পার্টির ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। ঢাকা জেলা ডিবির পুলিশ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা শহরের বিভিন্ন এলাকা, কেরানীগঞ্জ, দোহার, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে।

 এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। আটক মলম পার্টির সদস্যরা হচ্ছেন- আরাফাত রাসেল (২৫), মো. নাজমুল হুদা (২৪), মো. রমজান (২১), জাহিদুর রহমান পিন্টু (২৫), মো. নাঈম হোসেন (২০) ও মো. আমিনুল ইসলাম (২৩)।

 কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন যাবত সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা কেরানীগঞ্জের হাসনাবাদ, চুনকুটিয়া, কদমতলী, আব্দুল্লাহপুর, আটিবাজর, রুহিতপুর, ও রামেরকান্দা এলাকায় যাত্রীবেশে অটোরিকশায় ওঁৎ পেতে বসে থাকত। তারপর যেসব যাত্রীকে দেখে ভাল টাকা-পয়সা আছে বলে মনে হত, তাদের একজনকে অটোরিকশায় তুলে নিত। নিরীহ যাত্রীরা এসময় ওই অটোরিকশায় আরও যাত্রী আছে দেখে এবং সেটি তাড়াতাড়ি ছেড়ে দেবে ভেবে উঠে পড়তেন। অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পরে সামনের সিটে বসা একজন পেছনে বসত। সিএনজি চলা অবস্থায় মলম পার্টির সদস্যরা এসময় যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা-পয়সা ছিনিয়ে নিতেন এবং তাদের বিকাশসহ অন্যান্য একাউন্টে টাকা পাঠাতে বাধ্য করতেন।

এই চক্রটিকে আটকের ফলে কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনা কমবে জানিয়ে তিনি বলেনন, চক্রের বাকি সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ২৩ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।