ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আনন্দমুখর পরিবেশে জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারি রং ও স্বাদের বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফল দিয়ে সাজানো হয় এই আয়োজন।

 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

ক্লাব মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।  

তিনি বলেন, বাঙালির বারো মাসে তের পার্বণ একটি প্রচলিত প্রবাদ। এই ফল উৎসবও তারই ধারাবাহিকতায় উদযাপন করা হচ্ছে। সবাইকে তিনি নিয়মিত ফল খাওয়ার পরামর্শ দেন।

ফরিদা ইয়াসমিন, রাসায়নিকমুক্ত ফল পরিবেশন, প্রেস ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের এক করাই এই উৎসবের মূল লক্ষ্য।  

আয়োজনে ছিল আম, কাঁঠাল, কাঠলিচু, পেঁপে, পেয়ারা, কলা, লটকনসহ নানা  ধরনের রসালো ফল।  
এ সময় বাউল শিল্পীরা গান পরিবশন করেন। ছোট-বড় সবাই গানের তালে তালে ফল উৎসব উপভোগ করেন।

ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক ও যুগ্ম সম্পাদক মাঈনুল হক।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ২২, ২০২২
এমকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।