ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে কথিত 'জিনের বাদশা'সহ ৬ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
নোয়াখালীতে কথিত 'জিনের বাদশা'সহ ৬ প্রতারক আটক

নোয়াখালী: নোয়াখালীতে কথিত 'জিনের বাদশা'সহ ৬ প্রতারককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সীমকার্ড, একটি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।

আটকরা হলেন- প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন (৬১), ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১), মো. নুরনবী মানিক (৪৭), নজরুল ইসলাম (২৬) ও মো. নুর হোসেন (৫০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, আটকরা ২০১৮ সাল থেকে বিভিন্ন মানুষকে প্রতারণা করে আসছেন। তারা আব্দুল মমিনকে জ্বীনের বাদশা সাজিয়ে রাতের বেলায় ফোন করে প্রলোভন ও ম্যাগনেন্ট দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটকরা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রতারণা করে তিনজনের কাছে থেকে মোট এক কোটি পাঁচ লাখ টাকা তারা হাতিয়ে নেয়।

ওসি আরো জানান, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেটটি পলাতক আসামি রিপনের কাছে আছে। অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।